বিপিএলে প্লে-অফ খেলতে কোন দলের সামনে কী সমীকরণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর চলছে। ৪৬ ম্যাচের টুর্নামেন্টটির মধ্যে ৪২ ম্যাচই প্রথম পর্বের। যেখানে ইতোমধ্যে ২৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে। দুই তৃতীয়াংশ ম্যাচ শেষে প্লে-অফের সমীকরণ মেলানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই দর্শকরা। তারাও মেলাচ্ছে নানা সমীকরণ।
টুর্নামেন্টের আট ম্যাচের আটটিতেই জিতে সবার আগে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। রংপুরের পেছনেই রংয়েছে চিটাগং কিংস ও ফরচুর বরিশাল। চিটাগংয়ের হাতে চার ও রংপুরের হাতে আছে পাঁচ ম্যাচ।
ম্যাচের হিসেব ও কাগজে-কলমে প্লে-অফের দৌড়ে টিকে আছে অন্য তিনটি দলও। চলুন বিপিএলের বিরতির দিনে মিলিয়ে নেই দলগুলোর সমীকরণ।
রংপুর রাইডার্স : চলমান বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে আটটিতেই জিতেছে তারা। দুর্দান্ত ফর্মে থাকা দলটি ইতোমধ্যে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে। হাতে আছে আরও চার ম্যাচ। এর মধ্যে আর দুটি ম্যাচ জিতলে তো বটেই, আর একটি ম্যাচ জিতেই শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয় যেতে পারে রংপুরের। শেষ চার ম্যাচের দুটিতেই রংপুরের প্রতিপক্ষ রাজশাহী, বাকি দুটি ম্যাচ চিটাগং ও খুলনার বিপক্ষে।
চিটাগং কিংস : পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল চিটাগং কিংস। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে-অফে প্রায় এক পা দিয়ে রাখবে চিটাগং কিংস। দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে হারিয়ে দিলে সুবিধা হয়ে যাবে চিটাগংয়েরও। নিজেদের শেষ চার ম্যাচের দুটিতে জিতলে প্লে-অফ খেলা নিশ্চিত করে ফেলবে দলটি। চট্টগ্রামের দলটির ম্যাচ বাকি ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে।
ফরচুন বরিশাল : বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। তাদের হাতে রয়েছে এখনও পাঁচটি ম্যাচ। এই পাঁচ ম্যাচের দুটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে দলটি। বরিশালের দুটি আছে খুলনার বিপক্ষে। এ ছাড়া সিলেট, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে খেলবে দলটি।
খুলনা টাইগার্স : বরিশালের মতো পয়েন্ট টেবিলের চতুর্থ দল খুলনার হাতেও ম্যাচ আছে পাঁচটি। এই পাঁচ ম্যাচের তিনটিতে জিতলে প্লে-অফ নিশ্চিত হবে দলটির। একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। শেষ পাঁচ ম্যাচের দুটিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল, এ ছাড়া সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খেলবে দলটি।
দুর্বার রাজশাহী : পঞ্চম স্থানে থাকা রাজশাহীর হাতে ম্যাচ আছে তিনটি, দুটিই আবার রংপুরের বিপক্ষে। দলটির প্লে-অফ খেলার সমীকরণ যে কঠিন, তা বোঝাই যাচ্ছে। তিন ম্যাচের অন্তত দুটিতে না জিতলে বিপদেই পড়ে যাবে দলটি। রংপুর ছাড়া রাজশাহীর ম্যাচ আছে সিলেটের বিপক্ষে।
ঢাকা ক্যাপিটালস : সিলেট স্ট্রাইকার্সকে আগের ম্যাচে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচালেও কাজটা খুব কঠিন শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। হাতে থাকা তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে দলটির। ঢাকার ম্যাচ বাকি পয়েন্ট তালিকায় তাদের ওপরে থাকা চিটাগং, বরিশাল ও খুলনার বিপক্ষে।
সিলেট স্ট্রাইকার্স : চলমান বিপিএলে নিজেদের মাঠে টানা তিন ম্যাচ হারা দলটি পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলে বিপদেই পড়ে যাবে। সে ক্ষেত্রে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ। শেষ চার ম্যাচের দুটিতে জিতলেও অনেক যদি-কিন্তুর মধ্যে পড়বে দলটি। সিলেটের ম্যাচ বাকি খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে।
What's Your Reaction?