বিশ্ব ইজতেমায় দুই দিনে ৩ মুসল্লির মৃত্যু

Feb 1, 2025 - 15:35
 0  4
বিশ্ব ইজতেমায় দুই দিনে ৩ মুসল্লির মৃত্যু
ছবি : সংগৃহীত

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলার ইয়াকুব আলী নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার ইজতেমা শুরুর পর থেকে এই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজতেমা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এদিকে দ্বিতীয় দিনে শীর্ষ আলেমদের তেলাওয়াত ও কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনছেন মুসল্লিরা।

বিভিন্ন দেশের আড়াই হাজারের বেশি বিদেশিসহ কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়ে আল্লাহর ঐশ্বরিক নাম তেলাওয়াতসহ প্রার্থনা ও ইবাদত করছেন। 

শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশেদ এবং তা বাংলায় অনুবাদ করেন মাওলানা ওবায়দুর রহমান। এ ছাড়া বয়ান করবেন যথাক্রমে মাওলানা ইব্রাহিম দৌলা ও মাওলানা আকবর শরীফ।

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow