বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে র্যাব-পুলিশের যৌথ বাহিনী এই মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক গোলাম মোর্শেদের বাড়ির গোয়ালঘরের পেছনে গর্ত করে পলিথিন পেঁচিয়ে রাখা কালো কষ্টিপাথরের মূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে আটক করে যৌথ বাহিনী। এ ঘটনায় র্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩৯৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
What's Your Reaction?






