ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি

Jan 16, 2025 - 15:46
 0  1
ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরী মণি। ১৭ জানুয়ারি কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। তবে মন ভালো না তার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

এ নিয়ে গণমাধ্যমে আলাপকালে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ কাল মুক্তি পাচ্ছে। এটি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্ত ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো ইনশাআল্লাহ।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow