মোংলা বন্দরের জেটিতে এক দিনে ভিড়লো ৩ বিদেশি জাহাজ
![মোংলা বন্দরের জেটিতে এক দিনে ভিড়লো ৩ বিদেশি জাহাজ](https://jamunatimes.com/uploads/images/202501/image_870x_6797bd97c4959.jpg)
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় বন্দরের জেটিতে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।
সোমবার (২৭ জানুয়ারি) রাত পর্যন্ত বন্দরের বহিনোঙ্গর ও জেটিতে ওই তিনটি জাহাজ নোঙর করে। এ ছাড়া এদিন বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে পন্য খালাস ও বোঝাই করার জন্য।
বন্দর কতৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন বছরের ২৭ দিনে মোংলা বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্যসামগ্রী ও রিকন্ডিশন গাড়ি খালাস-বোঝাই হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, সোমবার বন্দর জেটিতে আসা তিনটি জাহাজের মধ্যে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএসথ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি মারসকথ নামে জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।
এ ছাড়া ভারতের পতাকাবাহী ‘এমভি জাইরাথ নামে আরেকটি জাহাজ বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।
তিনি বলেন, নতুন বছরে মোংলা বন্দরে গত বছরের চেয়ে বেশি জাহাজ আসবে বলে আমরা প্রত্যাশা করি।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)