ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক, ছিনিয়ে নেয়ার চেষ্টা
ময়মনসিংহ নগরীতে বুলবুল আহমেদ ওরফে সজীব (৩০) নামের এক ছাত্রদল নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।
গ্রেপ্তার ছাত্রদল নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, তাকে ধরার জন্য সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় মো. বুলবুল আহমেদকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। সজীবকে অস্ত্রসহ আটকের পর পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন এক উপ-পরিদর্শক (এসআই)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পুলিশের কাজে বাধা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না, তাও খতিয়ে দেখা হবে।
What's Your Reaction?