রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে হাসিবুর রহমানের পদত্যাগ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বিডি টুডেস-এর সাংবাদিক মোঃ হাসিবুর রহমান। সোমবার (২৬ মে) সকালে তিনি ক্লাবের সভাপতি রহিম রেজার কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
এর আগে রোববার (২৫ মে) রাতে ফেসবুকে রাজাপুর সাংবাদিক ক্লাবের সামনে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন- “যেখানে বিন্দু পরিমাণ অসম্মান হয়, সেখান থেকে অভিযোগ ছাড়াই নিজেকে পিছিয়ে নিতে হয়।”
হাসিবুর রহমান বলেন, “দীর্ঘদিন রাজাপুর সাংবাদিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আমাকে আরও বৃহৎ পরিসরে কাজ করতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে আমি অন্যান্য দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। সে কারণে রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”
এ বিষয়ে জানতে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক বাচ্চু বলেন, “গতকাল রাতেই হাসিবুর রহমান পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে আমাকে জানিয়ে ছিলেন। আজ তিনি তা আনুষ্ঠানিকভাবে করেছেন।”
What's Your Reaction?






