সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে : হাসনাত

সচিবালয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কাজে না ফিরলে তাদের বিকল্প খোঁজার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ মে) চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে এক পথসভায় এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়তো আপনারা অনিয়মকে প্রশ্রয় দিয়েছিলেন। তখন তো আপনার অনিয়মের বিপক্ষে কথা বলেননি। এখন সরকার সংস্কার করতে চাচ্ছে আর আপনারা তাতে বাধা দিচ্ছেন। এসময় রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে।
দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত। তিনি অভিযোগ করেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়ে আসছিলেন।
এর আগে, আরেক পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশের নেতারা টাকা পাচার করে দুর্নীতি করে, লুটপাট করে। আর আমাদের দেশের ভোটাররা তাদের ভোট বিক্রি করে দেয়। এক হাজার টাকা দিয়ে ভোট বিক্রি হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যদি ভোট বিক্রি করে নেতা বানান, তাহলে তাদের কাছ থেকে কেমনে আপনাদের সঙ্গে থাকার প্রত্যাশা করেন। যারা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, যারা জনগণের কল্যাণে রাজনীতি করবে, আপনারা তাদেরকে ভোট দেবেন। তখন আপনারা তাদেরকে বলতে পারবেন, আমরা একসঙ্গে মিলেমিশে এদেশ গড়ব।
What's Your Reaction?






