সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে : বিসিবি সভাপতি

Dec 21, 2024 - 20:17
 0  1
সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে : বিসিবি সভাপতি
ছবি : সংগৃহীত

অবসর না নেয়ায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনে বিবেচিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। শনিবার (২১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।  কথা বলেন, শান্তর অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়ে।

বিসিবি সভাপতি বলেন, যুব এশিয়া কাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে ৩ লাখা টাকা করে পুরস্কার দেয়া হবে। ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করা হয়েছে। 

তামিম ও সাকিব ইস্যুতে তিনি বলেন, সাকিবের বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। সর্বশেষ সে খেলতে পারেনি। তবে কোনো খেলোয়াড় যদি অবসর না নিয়ে থাকে, তাহলে সে নির্বাচনের জন্য বিবেচিত হবে। এ সময় তিনি আারও বলেন, ডিসেম্বরের পর শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে।

টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে না পারলেও সাদা পোশাকের বিদায় হয়ে গেছে সাকিবের। বাকি আছে কেবল ওয়ানডে ক্রিকেট। যেই ফরম্যাটে সাকিব তার শেষ ম্যাচ খেলতে চান আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে। কিন্তু চলমান পরিস্থিতিতে সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow