সিরাজগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক আহত

Feb 15, 2025 - 11:18
 0  3
সিরাজগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক আহত
ছবি : যমুনা টাইমস

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকার দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ৪০জন আহত এবং বেশ কয়েকটি বসতবাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

আহত জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ী নির্মানকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্ধ ও মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুমহল্লার মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০জন আহত হয়। আহতদের  মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে সংঘর্ষ থামাতে গেলে বুকের ডানপাশে ইটের আঘাত লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow