সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা জামালের অভিযোগ লিফলেট বিরতনকারীরা নামধারী বিএনপি

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে বিএনপির একাংশের লিফলেট বিতরনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ পাল্টা অভিযোগসহ নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় ঝালকাঠি প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে রাজাপুরে কিছু বিএনপি নেতাদের লিফলেট বিতরনের ঘটনার প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট নিয়ে যারা রাজাপুরে এসেছিলেন তারা বিএনপির কেউ নয়। এ ঘটনার সাথে আমাকে জড়িয়ে তারা যে বক্তব্য দিয়েছেন-তারা সম্পূর্ন মিথ্যা হওয়ায় সংবাদ সম্মেলনে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি এ্যাড. মাহেব হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
প্রসঙ্গক্রমে রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঠলিয়ায় ১১ ও ১২ ফেব্রুয়ারী যারা লিফলেট বিতরন করতে এসেছিলেন, তারা মীরজাফর শাহজাহান ওমরের সহচর।
কেন্দ্রীয় নেতা নামধারী এই সব ব্যক্তিরা হলেন, আমেরিকা প্রবাসী সেলিম রেজা, লেঃ কর্ণেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, রেজাউল করিম ও সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। রাজাপুর -কাঠালিয়ার নেতা কর্মীরা তাদের প্রত্যাখান করেছে। তাদের কৃতকর্মের দায় উপজেলা বিএনপি নিবে না।
What's Your Reaction?






