সুন্দরবনে ঘুরতে এসে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

Sep 13, 2025 - 23:36
 0  3
সুন্দরবনে ঘুরতে এসে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক
ছবি : সংগৃহীত

জসিম উদ্দিন, মোংলা

সুন্দরবনে ঘুরতে এসে পুর্ব সুন্দরবনের ডিমেরচর নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক।

শনিবার  (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিখোজঁ হন তিনি। নিখোঁজ পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বন রক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী অব্যাহত রেখেছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্তকর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ‘‘এমভি দি এক্সপ্লোরার’’ নামক একটি বিলাশ বহুল লঞ্চ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বনের কচিখালীতে নোঙ্গর করে। এর পর পর্যটকেরা নৌকা যোগে ডিমেরচর সী-বিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করতে নামে। এসময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ ষ্টাফ ও বন রক্ষীরা তাৎক্ষনিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আজম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজ ‘‘এমভি দি এক্সপ্লোরার” শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ কোষ্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে কোষ্টগার্ড ডিমের চরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান তিনি।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমের চরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্পীডবোট নিয়ে বন রক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে কোষ্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow