স্ত্রী রোজাকে নিয়ে সমালোচনা, মুখ খুললেন তাহসান খান

Jan 11, 2025 - 12:28
 0  2
স্ত্রী রোজাকে নিয়ে সমালোচনা, মুখ খুললেন তাহসান খান
ছবি : সংগৃহীত

সময়ের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। গত ৬ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তাহসান নিজেই সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের খবরটি শেয়ার করেছেন।

বিয়ের পর থেকেই তাহসান এবং তার স্ত্রী রোজা আহমেদ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয়। এবার স্ত্রী রোজাসহ ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই সংগীতশিল্পী।

তাহসান বলেন, ‘‘বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ। এছাড়া রোজার (স্ত্রী রোজা আহমেদ) সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও সম্মানের জায়গাটা রয়েছে। তাহসানের বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটাই স্বাভাবিক। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ দর্শক-শ্রোতাদের থাকে। তাই বিয়ে করার খবর নিজেই জানালাম।’’

বিয়ের পর সমালোচনার বিষয়ে এই শিল্পী বলেন, “ আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়তো দিতে পারছি না। আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।”

ব্যক্তি তাহসানকে নিয়ে এই জনপ্রিয় গায়ক বলেন, “ নিতান্তই একজন সাধারণ মানুষ। একজন শিল্পী। দর্শক-শ্রোতারা হয়তো আমাকে অনেক বড় তারকা ভাবেন। কিন্তু আমার জীবন খুবই সাধারণ। সাদামাটাভাবেই চলাফেরা করি। আমি সুপারশপে যাই, মাঝে মধ্যে মাস্ক পরে রাস্তায় হাঁটি। অন্য দশটা মানুষের মতোই ব্যক্তি তাহসান। আমি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করি।’’

বিয়ের পর প্রথম গান প্রকাশ নিয়ে তাহসান বলেন, “এটি চলতি বছরে আমার প্রথম গান। এ গানের কনসেপ্ট এ রকম যে, ভালোবাসার মানুষ ঘরে ছিল, কিন্তু এমন কিছু হয়েছে যা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছে না। হয়তো একঘরে আর নেই। গানের শিরোনাম ‘একা ঘর আমার’। এতে আমার সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। সাড়া পাচ্ছি, তবে কয়েকদিন হলো প্রকাশ হয়েছে। তাই এখনই বিচার করা যাবে না। বিশ্বাস করি, আমার এ গানটি বেঁচে থাকবে। এটা হয়তো বাংলাদেশজুড়ে তোলপাড় করবে না। তবে বেঁচে থাকবে।”

নতুন গান নিয়ে এই শিল্পী আরও বলেন, “একটি নতুন গান করেছি। এটি সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমার। প্রথমে অবশ্য জানতাম না এটি সিনেমার জন্য। পরে জেনেছি। গানটি করেছি একজন মানুষের জন্য। তিনি আমার খুব পছন্দের মিউজিক কম্পোজার। এ রকম মানুষজন যখন ডাক দেয় তখন নিষেধ করতে পারি না।

সেটা সিনেমা বা অন্য যা-ই হোক। পরে শুনলাম এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। খুব খুশি হয়েছি যে, ভালো একটি সিনেমায় গান গাইতে পেরেছি। সর্বশেষ ২০১৭-১৮ সালের দিকে ‘যদি একদিন’ সিনেমার জন্য গেয়েছিলাম। এবার অনেক বছর পর আবার গেয়েছি। কিছু গান থাকে গাওয়ার পর মনে হয়, এটি এ বছরের বিগেস্ট গান হবে। যেমন গত বছর ‘রঙে রঙে রঙিন হব’ গাওয়ার সময়ই জানতাম এটা সবার খুব ভালো লাগবে। ‘জংলি’ গানটাও সবার ভালো লাগবে আশা করি। ভালোবাসা দিবসে গানটি সবাই শুনতে পারবে। এছাড়া আমার এক বন্ধুর সঙ্গে ইংলিশ একটা গান করেছি। এটাও শিগ্গির প্রকাশ হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow