‘স্পাইডার-ম্যান ফোর’ নিয়ে যা বললেন টম হল্যান্ড

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘স্পাইডার-ম্যান ফোর’ সিনেমা নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সিনেমাটি হবে তার জন্য এবং ভক্তদের জন্যও প্রশান্ত বাতাসের শান্তি নেয়ার মতো।
সিএনএন থেকে জানা যায়, সম্প্রতি টম সাক্ষাৎকারে জানান, স্পাইডার ম্যানের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্রাড নিউ ডে’ সব থেকে আলাদা হবে। কারণ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর শুটিং পুরোপুরি স্টুডিও সেটে করতে হয়েছিল কোভিড-১৯ মহামারির কারণে।
টম হল্যান্ডের ভাষায়, গত সিনেমায় আমরা কোভিডের কারণে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করেছি। পুরো সিনেমাটা স্টেজেই শুট করেছি। এবার আমরা পুরোনো দিনের মতো বাস্তব লোকেশনে কাজ করব। সিনেমাটির একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং হবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের রাস্তায়। সেখানে একটা বিশাল সেট বানানো হচ্ছে, যেটা দারুণ কিছু হতে চলেছে।
নিজের চরিত্রে প্রসঙ্গে টম বলেন, স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করা যেন পুরোনো বন্ধুর সঙ্গে আড্ডা দেয়া। অনেকদিন পর আবার ফিরে আসতে পারছি, এটা সত্যিই দারুণ লাগছে। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ যখন করছিলাম, তখনকার মতোই মনে হচ্ছে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, আমি নিশ্চিত, যেটা আমরা বানাচ্ছি সেটা দেখে ভক্তরা আনন্দে পাবেন।
প্রসঙ্গত, ‘স্পাইডার-ম্যান: ব্রাড নিউ ডে’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের গ্রীষ্মে। সিনেমাটি ঘিরে টম হল্যান্ডের উচ্ছ্বাস এবং বাস্তব লোকেশনে শুটিংয়ের সিদ্ধান্ত নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ভক্তদের নতুন কিছু দিতে যাচ্ছে।
What's Your Reaction?






