স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় শুটারসহ ৩ জন গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গেয়েন্দা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র সাংবাদিকদের জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সূত্রটি জানায়, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তৃতীয় ব্যক্তি এই দুই জনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যশৈনু একাত্তরকে জানিয়েছিলেন, ওই হত্যার ঘটনায় পুলিশের হাতে নতুন সিসিটিভি ফুটেজ এসেছে। যেখানে শুটারদের চেহারা আরও স্পট। যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া–গ্রিন রোড এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুল হক মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী সুরাইয়া বেগম বাদি হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাম পাজরে গুলি লাগা মাসুদ তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
What's Your Reaction?

