হাদির খুনিদের গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আল্টিমেটাম দিয়েছে দলটি।
শনিবার (২০ ডিসেম্বর) হাদির দাফন শেষে শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন দলের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। অন্যথায় ২৪ ঘণ্টা পর আবারও শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্র জড়িত।
তিনি আরও বলেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের আটক করতে হবে। ওরা বেঁচে থাকলে জুলাই সফল হবে না।
হাদিকে গুলি করে হত্যার ঘটনায় বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে আবারও শাহবাগে জড়ো হবেন তারা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা।
জানাজা সম্পন্ন, শাহবাগের পথে হাদির মরদেহজানাজা সম্পন্ন, শাহবাগের পথে হাদির মরদেহ
কবি নজরুলের সমাধির পাশে ওসমান হাদিকে দাফনকবি নজরুলের সমাধির পাশে ওসমান হাদিকে দাফন
এর আগে, বিকেলে ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ওসমান হাদিকে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় লাখো জনতার উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে আনা হয়।
What's Your Reaction?

