২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে শাহজালাল বিমানবন্দরের আগুন

Oct 19, 2025 - 22:35
 0  2
২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে শাহজালাল বিমানবন্দরের আগুন
ছবি : সংগৃহীত

আগুন লাগার ২৭ ঘণ্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

আগুন নেভাতে এতো সময় লাগার কারণ সম্পর্কে তিনি জানান, কার্গো ভিলেজের যেখান থেকে আগুনের ঘটনা ঘটেছে সেখানে যদি অগ্নি সতর্কতার (ফায়ার ডিটেকটেড সিস্টেম) থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। যে কারণে আগুন নেভাতেও বেশ বেগ পোহাতে হয়েছে। স্টিলের পরিমান বেশি থাকায় তাপ বেশি ধারন করেছে। 

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে টেম্পারেচার অনেক হাই ছিল। প্রায় ২৪ ঘণ্টা ধরে এখানে আগুন জ্বলেছে। এত টেম্পারেচার কোনো সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এইজন্য আমরা ভেতরে দেখেছি, বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকিপূর্ণ নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভেতরে ঢুকতাম না। আশা করি ভবন কর্তৃপক্ষ অবশ্যই জরিপ করে বের করবেন যে ভবনটি কতটুকু ঝুঁকিপূর্ণ।’

ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘এর ভেতরে ফাটল ধরেছে। কেমিক্যালের কারণে কিছুটা পরিবেশের ঝুঁকি থাকে, তবে অতটাও নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারের দুইজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে।

আগুনের সূত্রপাত ও এতটা ছড়ানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘সূত্রপাত কীভাবে হয়েছে সেটা আমরা দেখছি। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। নির্বাপণের পরই সাধারণত প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়। তারপরই তদন্ত কমিটি হয়। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে। যাচাই বাছাই ও তদন্ত করে বলতে পারব আগুনের সূত্রপাত কোথা থেকে।’

এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শনে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আগুনের পেছনে নাশকতার কোন ঘটনা আছে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow