অনলাইনে প্রতারণার শিকার হওয়া ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া টাকা সাত মাস পর ফিরে পেল এক বিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাট থানা পুলিশ উদ্ধার হওয়া টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
ঘটনাটি ঘটেছিল ঘোড়াঘাট পৌরশহরের আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তারা অনলাইনে একটি পেইজের চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার দেন এবং অগ্রিম টাকা প্রদান করেন। তবে নির্দিষ্ট সময়ে পণ্য না পেয়ে শিক্ষার্থীরা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তভার পান ঘোড়াঘাট থানার এসআই আহনাফ তাহমিদ। টানা সাত মাস তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিনি চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকা থেকে প্রতারকদের কাছে থাকা টাকা উদ্ধারে সক্ষম হন।
উদ্ধার হওয়া টাকা হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আমরা ভেবেই নিয়েছিলাম টাকা আর পাওয়া যাবে না। এতদিন পর টাকা ফেরত পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।
অভিযোগকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পুলিশ যে বিষয়টির পেছনে এত পরিশ্রম করেছে এবং শেষ পর্যন্ত টাকা উদ্ধার হয়েছে, তা ভেবে অভিভূত হয়েছি। এজন্য পুলিশকে ধন্যবাদ।
তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সাথে প্রতারণার ঘটনা জেনে খুব কষ্ট পেয়েছিলাম। দীর্ঘ সাত মাসের প্রচেষ্টায় টাকা উদ্ধার করতে পেরে আমি নিজেও স্বস্তি পেয়েছি।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। এ ধরনের অভিযোগ পেলে আমরা যথাসাধ্য চেষ্টা করি সমাধানের জন্য।’’
What's Your Reaction?






