আওয়ামী লীগ নেতার ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে যাওয়ায় কর্মীকে হাতুড়িপেটা!

Nov 6, 2025 - 23:55
 0  3
আওয়ামী লীগ নেতার ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে যাওয়ায় কর্মীকে হাতুড়িপেটা!
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় রাজনৈতিক বিরোধের জেরে রেজাউল মোল্লা (৬৫) নামের এক বিএনপি কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবাহান মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা সোপেনকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মী রেজাউল মোল্লা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের লস্করদিয়াস্থ ওবায়েদ মঞ্জিলে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন।

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতার ছেলের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন পুরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার। অনুষ্ঠান শেষে রেজাউল মোল্লা ঘোনাপাড়া বাজারে ফেরার পথে রবি মেম্বার ও তার সমর্থকরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত বিএনপি কর্মী রেজাউল মোল্লা বলেন, আমার আত্মীয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে সোপেনকে আজ বিএনপিতে যোগ দেওয়ার জন্য শামা ওবায়েদ আপার বাড়িতে নিয়ে যাই। এতেই ক্ষিপ্ত হয়ে রবি মেম্বার ও তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অন্যদিকে হামলার ঘটনার দায় স্বীকার করে রবি মেম্বার বলেন, রেজাউল বিএনপি করে, তাতে সমস্যা নেই। কিন্তু সে আওয়ামী লীগ সভাপতির ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে যায়, এটা মেনে নেওয়া কঠিন ছিল। তাই আমার কিছু সমর্থক ক্ষোভে তাকে মারধর করেছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মোঃ সোপেন বলেন, আমার পিতা আব্দুস সোবাহান মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি এখন রাজনীতির সঙ্গে তেমন জড়িত নন। রেজাউল আমার আত্মীয়; সে আমাকে শামা ওবায়েদ আপার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল। এই কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow