আখাউড়া সীমান্তে অবৈধ চালানসহ দুই ভারতীয় আটক

Jan 29, 2025 - 12:47
 0  4
আখাউড়া সীমান্তে অবৈধ চালানসহ দুই ভারতীয় আটক
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে রাহুল (২৮) ও সেলিনা বেগম (৪৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছে থাকা ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, ৫ বোতল মদ জব্দ করা হয়। 

তাদেরকে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার আখাউড়া বন্দর এলাকা থেকে ওই দুজনকে আটক করে বিজিবি। পরে মামলা দিয়ে রাতেই আখাউড়া থানায় পাঠানো হয় সেলিনা ও রাহুলকে। সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

আটক সেলিনা ও রাহুল ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার বাসিন্দা।

আখাউড়া কোম্পানি সদর ৬০ বিজিবি সূত্রে জানা যায়, কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রী ও মদসহ বিভিন্ন পণ্য নিয়ে দুজন বাংলাদেশে প্রবেশ করছে- এমন তথ্য আসে বিজিবির কাছে। পরে আখাউড়া-আগরতলা সড়কের বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেলিনা ও রাহুলকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, ৫ বোতল মদ পাওয়া যায়।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন জানান, ভারতীয় প্রসাধনী সামগ্রী ও পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেননি আটকরা। পরে তাদের পাসপোর্ট জব্দ করা হয়। 

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow