"আমার চোখে জুলাই বিপ্লব" প্রতিপাদ্যে কুড়িগ্রামে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

Jul 29, 2025 - 11:31
 0  4
"আমার চোখে জুলাই বিপ্লব" প্রতিপাদ্যে কুড়িগ্রামে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
ছবি সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি পালনে "আমার চোখে জুলাই বিপ্লব" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলা পরিষদ এবং কুড়িগ্রাম পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, ফারাজী সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেম শুধু মুখে নয়, কাজে রূপান্তরিত করতে হবে। নিজের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জাগ্রত হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow