আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেদী সুমন, নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় শেখরনগর ইউনিয়নে হযরতপুর (গোপালপুর) এ আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজে শনিবার (১৯ জুলাই) এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজউকের প্রধান প্রকৌশলী মোবারক হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবকগণ ও কৃতি শিক্ষার্থীরা।
প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ‘‘আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। ইনশাআল্লাহ, ভবিষ্যৎ আরও ভালো রেজাল্ট এর জন্য আমরা কাজ করে যাবো।’’
তিনি শিক্ষার্থীদের আগামীর সুন্দর জীবনের জন্য অনুপ্রেরণা দেন এবং যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন।
বিশেষ অতিথির এম হায়দার আলী বলেন, ‘‘সিরাজদিখানে আমরা একজন শিক্ষানুরাগী ব্যক্তি পেয়েছি! তিনি হলেন শেখ মোঃ আব্দুল্লাহ। তার হাতেগড়া প্রতিষ্ঠানে আজ শিক্ষার্থীরা পড়াশোনা করে আলোকিত মানুষ হচ্ছে। আমরা যদি তাকে ভবিষ্যৎ এ আরও সুযোগ করে দিতে পারি তাহলে শেখ মোঃ আব্দুল্লাহ ভাই সিরাজদিখান-শ্রীনগরে শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে।’’
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন চান মন্ডল এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুস সালাম।
What's Your Reaction?






