ইসির ২৩ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন

Nov 9, 2025 - 00:03
 0  11
ইসির ২৩ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২১ নির্বাচন কর্মকর্তা ও দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা ২৩ নির্বাচন কর্মকর্তাদের মধ্যে একটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে খুলনার দৌলতপুর থানা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow