উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা

উৎসবমুখর পরিবেশে শনিবার (১১ অক্টোবর) সকাল থেকেই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা ছুটে চলেছেন আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, অ্যাকাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে। প্রচারণার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্নতা।
কেউ ঢোল, দোতারা বাজিয়ে গান গেয়ে, কাঁঠাল পাতায় লিখে, বুক মার্ক দিয়ে আবার কেউবা বিড়াল, প্রজাপতি, বইয়ের আকৃতির প্রচারণাপত্র বিলি করছেন। ভিন্নতার মাঝেই শিক্ষার্থীদের ৎহাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আচরণ বিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে নেবেন। পাশাপাশি আবাসিক সংকট, খাদ্যের সমস্যা, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, লাইব্রেরির সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন প্রার্থীরা।
নির্বাচন ঘিরে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের। তফসিল অনুযায়ী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন হবে। সে অনুযায়ী শেষ সময়ে নিজেদের প্রচারণা চালাতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের প্রার্থীরা।
এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছে রাকসু, সিনেট নির্বাচনে। এদিকে হল সংসদ নির্বাচনে ৬০৩ জন প্রার্থী হয়েছেন।
What's Your Reaction?






