এ বছর হচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগ

Oct 23, 2025 - 01:09
 0  2
এ বছর হচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগ
ছবি : সংগৃহীত

আর মাত্র এক মাস পরেই দামামা বাজার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল)। কিন্তু সেই দামামা আর বাজছে না এ বছর। বুধবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, এ বছর হচ্ছে না এলপিএল। আসরটি অনুষ্ঠিত না হওয়ার কারণ আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের পূর্বে ভেন্যুগুলোকে আন্তর্জাতিক মানের হতে হয়। এজন্য নিজেদের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন ও মেরামতের উপর জোর দিচ্ছে শ্রীলঙ্ক।

বিশ্বকাপ আয়োজন প্রস্তুতি হিসেবে স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণ সংখ্যা বৃদ্ধি, খেলোয়াড়দের ড্রেসিং রুমের সুবিধা বাড়ানো ও ব্রডকাস্ট প্রযুক্তির আধুনিকায়ন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যে কারণে এ বছরের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বাতিল করল দেশটির ক্রিকেট বোর্ড।

ষষ্ঠ এলপিএল শুরুর হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর। আর পর্দা নামার কথা ছিল ২৩ ডিসেম্বর। ভেন্যু হিসেবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে বিবেচনা করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow