কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেপ্তার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আব্দুল জলিল (৩৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান (৪৭), শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মো. শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) এবং ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আতিকুর রহমান (৫৪)।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ও রাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে রাজধানীর কাফরুল এলাকায় ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক টিম অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে।
রাত ৯টা ২৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। একই রাতে দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেপ্তার করে।
অন্যদিকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






