কুড়িগ্রামে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে বসত‌ভিটা ভস্মীভূত

Jan 21, 2025 - 09:21
 0  5
কুড়িগ্রামে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে বসত‌ভিটা ভস্মীভূত
ছবি : যমুনা টাইমস

আনোয়ার হোসেন, কু‌ড়িগ্রাম

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে একটি বসত‌ভিটা পুড়ে ভস্মীভূত হ‌য়ে গে‌ছে। সোমবার দুপু‌রে উলিপুর উপ‌জেলার ধাম‌শ্রেনী ইউনিয়‌নের পাইকপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। প‌রে ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি টিম গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক‌রে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

এলাকাবাসীরা জানায়, পাইকপাড়া গ্রা‌মের আমিনুল ইসলা‌মের পুত্রবধূ গ্যাসের চুলায় দুধ গরম করার জন্য পা‌তিল ব‌সিয়ে দেন। এসময় চুলা থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে মূহুর্তেই এক‌টি রেল ঘ‌রের পাঁচ‌টি কক্ষ ও এক‌টি রান্না ঘর পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। বাসায় কোনো লোকজন না থাকায় কিছুই রক্ষা করা সম্ভব হয়‌নি ব‌লেও জানান স্থানীয়রা। এতে ক‌রে ধান-চাল, স্বর্ণালংকার আসবাবসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষ‌তি হয়।

এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগু‌নের সূত্রপাত এবং ক্ষয়‌ক্ষ‌তি নিরুপণের চেষ্টা চল‌ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow