গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শনে দুই উপদেষ্টা

Jul 22, 2025 - 15:41
 0  5
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শনে দুই উপদেষ্টা
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনের মধ্য দিয়ে সফর শুরু করেন।

এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

এতে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

এরপর দুই উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সভা করার কথা রয়েছে। দুপুরে দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow