চিত্র নায়িকা অপু বিশ্বাসের ফিতা কাটলেন থানার ওসি

Jan 31, 2025 - 16:36
Feb 1, 2025 - 03:06
 0  4
চিত্র নায়িকা অপু বিশ্বাসের ফিতা কাটলেন থানার ওসি
চিত্র নায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহিত

ছোট হয়ে আসছে ঢাকাই শোবিজ শিল্পীদের দুনিয়া। খোলামেলা পোশাকে ফিতা কাটার দিনটাও যেনো ফুরিয়ে আসছে। একের পর এক বাধার মুখে পড়ছেন মেহজাবীন, পরীমণির পর সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এক রেস্টুরেন্ট উদ্বোধনে একই ঘটনার শিকার হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার বদলে উদ্বোধনী ফিতাটি কেটেছেন থানার ওসি। পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস।

অবশেষে মুখ খুলেছেন তিনি। তার দাবি রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেয়া হয়েছে বলে যে খবর, তা সঠিক নয়। 

জানা গেছে, ঢাকার কামরাঙ্গীচরে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই সে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
 
এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে অপু বিশ্বাসের আসার কথা ছিল। তিনিই উদ্বোধন করতেন। কিন্তু তিনি সময়মতো আসেননি। এ জন্য আমি ও রেস্টুরেন্ট মালিক মিলেই তার বদলে ফিতা কেটে উদ্বোধন করেছি।

তবে অপু বিশ্বাস কেন অনুষ্ঠানে যাননি, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বলল, আপু, টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন, পাল্টা প্রশ্নে অপু জানান, তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow