জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

Oct 11, 2025 - 17:27
 0  2
জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফা দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এমতাবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বর্তমানে সমাবেশ ঘিরে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন।

সকালে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন নেতাকর্মীরা।

তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায় নি। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow