জানুয়ারির পরিবর্তে মার্চে হবে বিশ্ব ইজতেমা : মুফতি কেফায়েতুল্লাহ আজহারী
                                    আগামী বছর জানুয়ারির পরিবর্তে মার্চে ৫৯তম বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। সোমবার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।
সাদপন্থিরা এবারের ইজতেমায় সুযোগ পাবেন না জানিয়ে তিনি বলেন, সাদপন্থিরা তাবলীগের আয়োজন করার কোনো অধিকার রাখে না। যদি করে সরকারকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিন সংবাদ সম্মেলনে টঙ্গী ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং দৃশ্যমান হুকুমদাতাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সঙ্গে জুবায়েরপন্থিরা অভিযোগ করেন, তাবলিগে হামলা সাদপন্থিদের মাধ্যমেই হয়েছে, এটা প্রমাণিত। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
এছাড়াও নেতৃবৃন্দ বলেন, তাবলিগের কার্যক্রম শুরায়ী নেজামের তত্ত্বাবধায়নেই হবে। এজন্য বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির আহ্বান জানান তারা।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

