ঝালকাঠিতে আন্দোলনে নিহত ১০ পরিবারকে আর্থিক সহায়তা

Apr 20, 2025 - 20:52
 0  3
ঝালকাঠিতে আন্দোলনে নিহত ১০ পরিবারকে আর্থিক সহায়তা
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow