টুকু পরিবারের ইন্ধনে পাবনায় আসন পুনর্বহালের দাবিতে অরাজকতা চলছে : জামায়াত

পাবনা প্রতিনিধি
পাবনা-১ আসন আগের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতের ইন্ধনে তৃতীয় পক্ষ অরাজকতা করছে বলে দাবি করেছেন সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান বলেন, ইতোপূর্বে সাঁথিয়ার আলোচিত চতুরহাট কেটে নিয়ে বেড়ার মধ্যে নিয়ে যে সুবিধা নিয়েছে সেই সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে তারা আন্দোলন করছে। এছাড়াও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, বিশেষ করে তার ছেলে আসিফ শামস রঞ্জন ও ভাই আব্দুল বাতের লোক ভারা করে ও আর্থিকভাবে ইন্ধন দিচ্ছে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এই অরাজকতা করাচ্ছে। তারা আন্দোলনের নামে সাঁথিয়াগামী বিভিন্ন গাড়ী ভাঙচুর করছে। ড্রাইভারদের ব্যাপক মারধর করছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের শুনানিতে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুনানিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বেড়াবাসী যদি একক আসনের দাবিতে আন্দোলন করে তাহলে সাথিয়া জামায়াতে ইসলামী সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।
এর আগে বিকেলে সাঁথিয়া একক আসন হওয়াতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ বাজার,বনগ্রাম বাজার,মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষে করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর আমীর, হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, সাঁথিয়া পৌর কর্ম পরিষদ সদস্য মাহাদি হাসান।
What's Your Reaction?






