ঢাবিতে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার নমুনা স্থাপন করতে চাই : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদদের আকাঙ্ক্ষার ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার নমুনা স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য নির্বাচিত ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসসহ পুরো প্যানেলের সদস্যরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই আন্দোলনে শহিদদের জন্য দোয়া ও মোনাজাত করেন।
আবু সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সঙ্গে আমার তা শেষ করতে পেরেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই আমার শহিদদের আকাঙ্ক্ষার ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটি নমুনা হাজির করতে চাই এবং এটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আমরা সব শহিদ পরিবারের কাছে এবং মুক্তিকামী ছাত্র-জনতার কাছে দোয়া চাই।
তিনি বলেন, শহিদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। জুলাই বিপ্লবে যে ২ হাজার ভাই-বোন শহিদ হয়েছেন, এই প্রত্যেকটি পরিবারই আমাদের পরিবার। তাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশাগুলো পূরণ করাই আমাদের মূল কাজ। আর সেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই।
অন্যদের মধ্যে ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ কবে থেকে, সেটি এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি। তবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবার সঙ্গে কথা বলে কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহিদদের কবর জিয়ারতের মধ্যদিয়ে।
বৃহস্পতিবারের কর্মসূচির বিষয়ে জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের দু’টি কর্মসূচি। একটি হলো- ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণ করা। আমাদের সংগঠনের পক্ষ থেকেও দেশব্যাপী এই কর্মসূচি দেয়া হয়েছিল। আমরা এখানে গণকবর জিয়ারত করতে এসেছি। জুলাইয়ের সব শহিদদের স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।
এস এম ফরহাদ বলেন, আরেকটি কর্মসূচি হলো- গণকবর জিয়ারত শেষে পাশেই থাকা একাত্তরের মুক্তিযুদ্ধের শহিদদের কবর জিয়ারত করা। আমাদের মূল অনুপ্রেরণার জায়গা শহিদরা। তাদের স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে বিজয় পরবর্তী সময়ে আমরা আমাদের প্যানেলের কাজগুলো শুরু করতে যাচ্ছি।
What's Your Reaction?






