চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আটজন হলেন-মো. জাফর প্রকাশ সানজিদ, বাহারুল হোসেন রকি, মো. পিয়াস, মো. আল আমিন শেখ, মো. আমির হোসেন বাচ্চু ও মো. রাব্বী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছে। গত বুধবার নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীত পাশে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, গ্রেপ্তার আসামিরা সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল করছিল। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?






