লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে গ্রেপ্তার স্ত্রী

Sep 11, 2025 - 23:54
 0  10
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে গ্রেপ্তার স্ত্রী
ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট শহরের জেলা পরিষদ মোড়ের খাতাপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামী শাহ আলম (৩৬) এর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে দিয়েছে স্ত্রী লাবনী বেগম। এতে শাহ আলম গুরুতর আহত হয়ে বর্তমানে সিএমএইচ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগে স্ত্রী লাবনীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাদল কুমার রায়।

জানা যায়, ভুক্তভোগী স্বামীর বাড়ি দিনাজপুরে। তিনি চাকরি করেন লালনিরহাট মিলিটারী ডেইরী ফার্মে। চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে লালমনিরহাট শহরের খাতাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জের ধরে গত ৬ সেপ্টেম্বর ভোর রাতে স্ত্রী লাবনী শাহ আলম এর শরীরে গরম তেল ঢেলে দেয়।

লালমনিরহাট সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনাস্থল লালমনিরহাট শহরের খাতাপাড়া এলাকায় হওয়ায় মামলাটি আদিতমারী থানায় রুজু করা হবে এবং আসামিকে সেখানে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow