ভূল চিকিৎসায় টঙ্গিবাড়ী ক্লিনিকে মা ও সন্তানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেহেদী সুমন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসার কারণে এক গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার টঙ্গিবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ রোগীকে ইনজেকশন দেওয়া ও চিকিৎসায় অবহেলার কারণে মা-সন্তান দুজনেরই মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
তদন্ত কমিটির প্রধান ডাঃ জামসেদ ফরিদী বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে জেলা সিভিল সার্জন বরাবর জমা দেয়া হবে।’’
সংবাদটি প্রকাশের পর টঙ্গীবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ জানান, ‘‘এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’
What's Your Reaction?






