প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে সুযোগ পেলেন তাইজুল ইসলাম

Sep 10, 2025 - 02:08
 0  1
প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে সুযোগ পেলেন তাইজুল ইসলাম
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টুর্নামেন্টের নিলামে ডারবান সুপার জায়ান্টস তাকে দলে নিয়েছে ভিত্তিমূল্য ৫ লাখ র‌্যান্ডে।

৩৩ বছর বয়সী তাইজুল এবারই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন। বিপিএল ছাড়া দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আগে কখনও খেলেননি তিনি।

নিলামে নাম নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার, যার মধ্যে ৫৪১ জনকে তোলা হয়। বাংলাদেশ থেকে ছিলেন ১৪ জন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান ও তাইজুল ইসলাম।

এর মধ্যে শুধু তাইজুলই দল পেয়েছেন। যদিও সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজুর রহমানের নাম, কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব-লিটনদের নাম তোলাই হয়নি।

নিলামের সবচেয়ে আলোচিত নাম ছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। তাকে প্রিটোরিয়া ক্যাপিটালস কিনেছে রেকর্ড ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে। এছাড়া প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করামকে দলে ভিড়িয়েছে তাইজুলের দল ডারবান সুপার জায়ান্টস, খরচ করেছে ১৪ মিলিয়ন র‌্যান্ড।

ডারবান সুপার জায়ান্টসের হয়ে তাইজুল মাঠে নামবেন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আসরে। দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন জস বাটলার, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম ও সুনীল নারিনের মতো তারকাদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow