সাফজয়ী সাবিনারা র‌্যাঙ্কিংয়ে এগোল ৭ ধাপ

Dec 13, 2024 - 23:05
 0  2
সাফজয়ী সাবিনারা র‌্যাঙ্কিংয়ে এগোল ৭ ধাপ
ফাইল ছবি

গত অক্টোবরে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে ভালো সংবাদ পেল সাবিনা খাতুনের দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

গত আগস্টে র‌্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার প্রকাশিত হালনাগাদে ৭ ধাপ এগিয়ে এসেছে ১৩২ নম্বরে। ২১.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে সানজিদা-ঋতুপর্ণাদের।

বর্তমান র‌্যাঙ্কিংয়েল সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশ। সবার শীর্ষে থাকা ভারত ১ ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে। তার পরে অবস্থান করা নেপাল ৪ ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে নেমেছে। বাংলাদেশের পরে অবস্থান করছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে দুইয়ে স্পেন এবং তিনে উঠেছে জার্মানি। দুই ধাপ পিছিয়ে চারে নেমেছে ইংল্যান্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow