সাফজয়ী সাবিনারা র্যাঙ্কিংয়ে এগোল ৭ ধাপ
গত অক্টোবরে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে ভালো সংবাদ পেল সাবিনা খাতুনের দল। ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
গত আগস্টে র্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার প্রকাশিত হালনাগাদে ৭ ধাপ এগিয়ে এসেছে ১৩২ নম্বরে। ২১.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে সানজিদা-ঋতুপর্ণাদের।
বর্তমান র্যাঙ্কিংয়েল সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশ। সবার শীর্ষে থাকা ভারত ১ ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে। তার পরে অবস্থান করা নেপাল ৪ ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে নেমেছে। বাংলাদেশের পরে অবস্থান করছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে দুইয়ে স্পেন এবং তিনে উঠেছে জার্মানি। দুই ধাপ পিছিয়ে চারে নেমেছে ইংল্যান্ড।
What's Your Reaction?