সিরাজগঞ্জ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক
 
                                    সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছে দুদক।
সোমবার সকালে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কলেজে অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া কমিশনের কর্মকর্তারা বিকাল ৫টা পর্যন্ত কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
দুদক কর্মকর্তা সাধন কুমার বলেন, “দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে কলেজটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কলেজের মাইক্রোবাস চলাচলের মাইলেজ ও কত লিটার তেল ব্যবহার হয়েছে, তা লক বইয়ে না থাকার প্রমাণ পেয়েছি।
“গাড়িটি ছাত্রদের ব্যবহার করার কথা থাকলে শুধু অধ্যক্ষ নিজের কাজে ব্যবহার করার বিষয়টি আমাদের নজরে এসেছে। অথচ এই গাড়ির পরিবহন খরচ বাবদ প্রতিটি ছাত্রের কাছ থেকে আড়াইশ টাকা করে নেওয়া হয়েছে। কলেজের উন্নয়ন তহবিলের ভাউচারগুলো আমাদের কাছে সঠিক বলে মনে হয়নি। এ ছাড়া বিবিধ তহবিলের বাউচারগুলোও যাচাই-বাচাই অব্যাহত রয়েছে।”
অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, “কিছু শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থী আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অভিযোগ দিয়েছে।
“কলেজের একটি হায়েস গাড়ি (মাইক্রোবাস) রয়েছে। এটি শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া-আসার কাজে ব্যবহার করা হয়। গাড়ির মেইনটেন্স খরচ রয়েছে। ফলে অর্থ খরচ হবেই।”
গত বছরের ৯ সেপ্টেম্বর আমিনুল ইসলাম অধ্যক্ষ হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজে যোগদান করেন। সম্প্রতি তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সবশেষ ২৪ অগাস্ট সিরাজগঞ্জ জেলায় দুদকের ১৮১তম গণশুনানিতে বিষয়গুলো অভিযোগ আকারে উত্থাপন করা হয়।
সেই সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগগুলো তফসিলভুক্ত করে তদন্তের নির্দেশ দেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            