ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে 'নো কিংস' (No Kings) বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি এবং লস অ্যাঞ্জেলেসসহ প্রধান শহরগুলোতে এই শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার ও আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে 'Democracy not Monarchy' এবং 'The Constitution is not optional' ধরনের প্ল্যাকার্ড ধারণ করেন।
কিছু মার্কিন রাজ্য জাতীয় গার্ড মোতায়েন করেছিল, তবে আয়োজকরা জানান, এই প্রদর্শনীগুলো শান্তিপূর্ণ ছিল। গত জানুয়ারিতে, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প নির্বাহী আদেশ ব্যবহার করে বিভিন্ন ফেডারেল সরকারী দফতর ভেঙে দিয়েছে এবং প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বিস্তৃত করেছেন।
বিক্ষোভে অংশ নেয়া নাগরিকরা বলেন, তারা ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র নীতি, স্বাস্থ্যসেবা হ্রাস এবং অভিবাসন নীতি নিয়ে উদ্বিগ্ন। নিউ জার্সির ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মাসিমো মাসকোলি বলেন, 'আমরা সরকারের ওপর নির্ভর করতে পারি না, তাই আমরা লড়ছি।'
প্রদর্শনীতে ডেমোক্র্যাটিক রাজনীতিবিদরাও অংশগ্রহণ করেছেন। সিনেটের মাইনরিটি লিডার চ্যাক শুমার লিখেছেন, 'আমাদের দেশে কোনো স্বৈরশাসক নেই। আমরা ট্রাম্পকে আমাদের গণতন্ত্র ক্ষুণ্ণ করতে দেব না।'
প্রদর্শনীগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না। ইউরোপের বার্লিন, মাদ্রিদ, রোম এবং লন্ডনে অনুরূপ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। কানাডার টরন্টোতে যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা 'হ্যান্ডস অফ কানাডা' বার্তাসহ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।
সূত্র: সিএনএন নিউজ
What's Your Reaction?






