ট্রাম্পের ২য় মেয়াদে নির্বাচিত হওয়ার বর্ষপূর্তিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ

Nov 6, 2025 - 20:37
 0  2
ট্রাম্পের ২য় মেয়াদে নির্বাচিত হওয়ার বর্ষপূর্তিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ২য় মেয়াদে নির্বাচিত হওয়ার বর্ষপূর্তিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানীতে।  

বুধবার (৫ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ট্রাম্পকে 'ফ্যাসিবাদ' আখ্যা দেন বিক্ষুব্ধ জনতা।

এ সময় প্রেসিডেন্টের চলমান বেশ কিছু নীতির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা। দেশে গণতন্ত্র সুরক্ষার দাবি জানায় তারা। ব্যানারে-প্ল্যাকার্ডে ছিল ট্রাম্প বিরোধী প্রতিবাদী লেখা। ট্রাম্পকে এখনই দায়িত্ব থেকে সরে যেতে হবে- এমন দাবিতে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভের জেরে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয় বিভিন্ন সড়কে। 

উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর, দেশটিতে হওয়া প্রথম বড় নির্বাচনগুলোতে জয় পেয়েছেন বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির প্রার্থীরা। মঙ্গলবার দেশটির বৃহত্তম শহর নিউইয়র্কের মেয়র নির্বাচন এবং নিউ জার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থীরা পরাজিত হন।

রয়টার্স জানিয়েছে, এসব নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট পার্টিতে নতুন প্রজন্মের নেতাদের উত্থান ঘটেছে। আর এটি আগামী বছর কংগ্রেসের নির্বাচনের আগে বিপর্যস্ত দলটিতে গতি সঞ্চার করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow