তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ইবিতে মশাল মিছিল

Oct 18, 2025 - 00:07
 0  2
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ইবিতে মশাল মিছিল
ছবি : সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দেও’, ‘তিস্তা পাড়ের সঙ্গে ইবিয়ানরা আছে’, ‘উত্তরবঙ্গের কান্না, আর না-আর না’, ‘চুক্তি নিয়ে টালবাহানা, আর না আর না’, ‘তিস্তা পাড় ভাসে, ইন্টেরিম হাসে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, পঙ্কজ রায়, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মশিউর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে এস এম সুইট বলেন, ‘বারবার দেখা গেছে, সরকার পরিবর্তনের পরও উত্তরবঙ্গ রয়ে গেছে অবহেলিত। প্রতিটি বাজেটে রংপুর বিভাগকে বিমাতাসুলভ আচরণের শিকার হতে হয়েছে। তিস্তা পাড়ের মানুষের জীবনমান ও রাজধানী বা দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য; এটি স্বাধীন বাংলাদেশে মেনে নেয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার আওতাভুক্ত কাজগুলো যদি আগামী নভেম্বরের মধ্যে শুরু না হয়, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। তিস্তা পাড়ের মানুষ দেশের খাদ্যশস্য ভাণ্ডারের বড় অবদান রাখে, তাদের ন্যায্য অধিকার দিতে না পারলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow