নিয়ামতপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Sep 6, 2025 - 20:03
 0  3
নিয়ামতপুরে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ছবি : সংগৃহীত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রামনগর লিচুপল্লী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন।

সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাপাহার উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুর নূর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দা টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম, সদস্য জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সদস্য মুকলেসুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আইনুর রহমান, সাবেক সদস্য হাসানুজ্জামান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি মাহমুদুস সালেহীন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ধানের শিষে ভোট দিবেন। আমি টাকার জন্য রাজনীতি করি না। জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, এজন্যই রাজনীতি করি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow