নোরা ফাতেহির মৃত্যুর গুজব, যা জানা গেল
![নোরা ফাতেহির মৃত্যুর গুজব, যা জানা গেল](https://jamunatimes.com/uploads/images/202502/image_870x_67a3984ee0df1.jpg)
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যু গুজব। দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি জাম্পিং’ এ যোগ দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েছেন নোরা। পাহাড়ের খাদে পড়ে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে অন্তর্জালে।
ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভুয়া ভিডিও ছড়ানো হয়। যেখানে দেখা যায়, পাহাড়ের মাঝে আটকে পড়েছে এক মেয়ে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যু হয়েছে।’অনেক দূর থেকে এই ভিডিও গ্রহণ করায় মেয়েটির মুখ ছিল অস্পষ্ট।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নোরার টিম। খবরটি ভুয়া ও গুজব বলে জানিয়েছে অভিনেত্রীর টিম। তারা বলছে, ভাইরাল হওয়া সেই ভিডিওতে ছিলেন অন্য এক মেয়ে, সেটা নোরা ফাতেহি নন। সেই সঙ্গে এও জানিয়েছেন, নোরা একেবারে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে কিছুদিন আগেই বেঁচে ফিরেছেন নোরা ফাতেহি। জন্মসূত্রে নোরা ফাতেহি কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্য ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। সম্প্রতি বলিউডে এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর ১০ বছর পূর্ণ হয়েছে।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)