পাইলটের উড্ডয়ন ত্রুটির জন্যই মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদন
পাইলটের উড্ডয়ন ত্রুটির জন্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।
এর আগে একই দিন দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটে।
শফিকুল আলম জানান, তদন্ত প্রতিবেদনে জননিরাপত্তার স্বার্থে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালনা করার সুপারিশে করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি প্রধান উপদেষ্টাকেও জানানো হয়েছে।
What's Your Reaction?

