পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। হতাহতের এই মর্মান্তিক চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।
সংস্থাটি জানিয়েছে, অধিকাংশ নিহত ব্যক্তি ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বা পানিতে ডুবে মারা গেছেন।
জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে এনডিএমএ। দেশটির পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার কারণে অনেক এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” একইসঙ্গে জনগণকে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রচণ্ড ক্ষতিগ্রস্ত চাকওয়াল শহরে, যেখানে গত এক দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানকার ছবি ও ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা চলছে। পাঞ্জাব কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, পুরো সপ্তাহান্ত জুড়ে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যা হতে পারে। প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র : বিবিসি
What's Your Reaction?






