প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মাতাবেন যেসব তারকা

Jul 13, 2025 - 01:28
 0  2
প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মাতাবেন যেসব তারকা
ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা’। আগামী ১৯ -২০ জুলাই, দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের এই সবচেয়ে বড় উৎসবের নবম পর্ব।

জানা গেছে, প্রবাসীদের সঙ্গে এবারের আয়োজনে নাচ-গানে মাত করবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, কণ্ঠশিল্পী আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই।

এর আগে আয়োজনটিতে অংশ নিয়েছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, পূর্ণিমা ও অপু বিশ্বাসের মতো তারকারা। গান গেয়ে মাতিয়েছেন তাহসান, এস আই টুটুলের মতো সংগীতশিল্পীরা।

আনন্দমেলা আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, ‘এটি পুরোপুরি নন প্রফিট উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’

জানা গেছে, এই আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকবে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। বরাবারের মতো এবারের ‘আনন্দমেলা’ও থাকবে সবার জন্য উন্মুক্ত।

এবারের আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেক প্যারিস সিটি ক্যালিফোর্নিয়ার মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow