প্লট বরাদ্দে হাসিনা পরিবারের ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক

Jan 8, 2025 - 16:09
 0  1
প্লট বরাদ্দে হাসিনা পরিবারের ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক
ছবি : সংগৃহীত

রাজউক থেকে প্লট গ্রহণে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আক্তার হোসেন বলেন, প্লট গ্রহণে শেখ হাসিনা ও তার পরিবারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে এখনও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের ৫ জন সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তারা হলেন, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

দুদক তখন জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে এই ছয়জয়নের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow