ফজিলাতুন্নেছায় ভোটগ্রহণ স্বাভাবিক, ভুল বুঝাবুঝি ছিলো : নির্বাচন কমিশনার

Sep 11, 2025 - 14:35
 0  2
ফজিলাতুন্নেছায় ভোটগ্রহণ স্বাভাবিক, ভুল বুঝাবুঝি ছিলো : নির্বাচন কমিশনার
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি আরও বলেন, শঙ্কা সব জায়গায় আছে। কিছু ভুল বুঝাবুঝির জন্যে ফজিলাতুন্নেছা হলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এখন আবার ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

এর আগে ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন। এরপরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী। পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রদল প্রার্থীর এভাবে প্রবেশে শঙ্কা প্রকাশ করেন অন্যান্য প্রার্থীরাও।

এদিকে নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হলের ৪২৪ কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করা হয়। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন, তারও ছাত্রত্ব নেই। আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow